Webinar on "Supporting small and medium enterprises through the Covid-19 pandemic"

160 Aufrufe
Published
দেশের অর্থনৈতিক অবকাঠামের টেকসই উন্নয়নের জন্য স্বল্প ও মাঝারি শিল্পের উন্নয়ন বিশেষভাবে প্রয়োজন। কোভিডের এইসময়ে মন্দা আক্রান্ত ব্যাবসাগুলোকে বাঁচিয়ে রাখতে প্রণোদনা প্যাকেজের পাশাপাশি প্রয়োজন দীর্ঘমেয়াদী চ্যালেঞ্জগুলো চিহ্নিত করা এবং নানা বেসরকারি উদ্যোগ। এই জাতীয় চ্যালেঞ্জগুলো মোকাবিলায় করনীয় নির্ধারণ করতে দ্য ডেইলি স্টার ও লংকাবাংলা ফাইন্যান্সের যৌথ উদ্যোগে আজ আয়োজিত হয় একটি ওয়েবিনার।এখানে আলোচনায় অংশগ্রহণ করেন দেশের খ্যাতনামা অর্থনীতিবিদ, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা এবং সরকারি বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান সমূহের প্রতিনিধিরা।
Kategorien
Corona Virus aktuelle Videos
Kommentare deaktiviert.